লক্ষ্য ও উদ্দেশ্য

 বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। এ দেশের অতীতের গৌরবময় অর্জনগুলোর পেছনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে আমাদের তরুণ সমাজ, বিশেষ করে শিক্ষার্থীরা। ইয়ুথ এন্ডিং হাঙ্গার বিশ্বাস করে, তরুণদের সচেতন, সংগঠিত ও সক্রিয় করার মধ্য দিয়েই আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তরুণদের আত্মবিকাশ এবং সামাজিক পরিবর্তনে ভ‚মিকা রাখার সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করে ইয়ুথ এন্ডিং হাঙ্গার। এই সংগঠনের মূল উদ্দেশ্যগুলো হচ্ছে:

– তরুণদের মেধা ও সৃজনশীলতার সর্বোচ্চ বিকাশের লক্ষ্যে তাদেরকে প্রণোদিত ও সংগঠিত করা;
– তাদের মধ্যে সামাজিক দায়বদ্ধতাবোধ সৃষ্টি করে সমাজ-সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা;
– তরুণদের আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ জীবন অর্জনের জন্য দক্ষতা বৃদ্ধি করা;
– সংগঠনের প্রতিটি সদস্যকে সফল, স্বয়ংক্রিয় ও স্বেচ্ছাব্রতী নেতা হয়ে ওঠার লক্ষ্যে প্রণোদিত করা;
– প্রত্যেককে যুক্তিবোধ সম্পন্ন, বিজ্ঞানমনস্ক, চিন্তাশীল ব্যক্তি হিসেবে গড়ে উঠতে উৎসাহিত করা;
– তরুণদেরকে রাষ্ট্রের সক্রিয় নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করা;
– তরুণদের নেতৃত্বে সুশাসন, জলবায়ু, সামাজিক সম্প্রীতিসহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সামাজিক আন্দোলন গড়ে তোলা;
– সংগঠিত স্বেচ্ছাব্রতী তরুণদের নেতৃত্বে বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান করা।