শুরু হতে যাচ্ছ ১৮তম জাতীয় যুব সম্মেলন” (National Youth Conference-NYC)

 "নতুন বছরের সূচনা হোক তারুণ্যের শপথে! ১৮তম জাতীয় যুব সম্মেলন—স্বপ্ন দেখা, বুনন আর গড়ার অঙ্গীকার। আপনার জন্য, আমাদের জন্য, আগামীর জন্য।"

আমরা খুব শীঘ্রই পা রাখবো এক নতুন বছরে, আর এই বছরটিই হতে চলেছে সবচেয়ে বিশেষ। কারণ, এই বছরই শুরু হবে আমাদের প্রাণের আয়োজন— “১৮তম জাতীয় যুব সম্মেলন” (National Youth Conference-NYC) যেখানে সারা দেশ থেকে আমাদের ১০০০জন তরুণ বন্ধু আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন।
সম্মেলনের সময়: ২৪-২৫ জানুয়ারি, ২০২৫
ভেন্যু: জনস্বাস্থ্য কেন্দ্র, সাভার, ঢাকা
রেজিষ্ট্রেশন এর শেষ সময়: ২৮ ডিসেম্বর, ২০২৪
আমরা প্রস্তুত। আপনারা প্রস্তুত তো অংশগ্রহণ করতে?
রংপুর অঞ্চলের আগ্রহী ইয়ুথ বন্ধুরা দ্রুত নিজ ইউনিট সমন্বয়কারী বা নিজ জেলা সমন্বয়কারীর সাথে যোগাযোগ করে নাম, যোগাযোগের ফোন নাম্বার, ইমেইল দিয়ে দিবেন এবং পরবর্তীতে আপনাদেরকে রেজিস্ট্রেশন লিংক দেয়া হবে। সম্মেলন সম্পর্কিত কিছু নিয়মাবলি ইউনিট ম্যাসেঞ্জার গ্রুপগুলোয় জানিয়ে দেয়া হবে।
এছাড়াও আমাদের পূর্ববর্তী সম্মানিত ফোরাম মেম্বার ও সিনিয়র লিডারবৃন্দ যাঁরা আগ্রহী আছেন, সকলকে অনুরোধ করছি আমাদের অবগত করার জন্য। আপনাদের উপস্থিত আমাদের এই আয়োজনকে অলংকৃত করবে।
ধন্যবাদ
আরমান আরাফাত অনিক
আঞ্চলিক সমন্বয়কারী ও জাতীয় ফোরাম সদস্য

Post a Comment

2 Comments

  1. অনলাইনে করার কোনো সুযোগ আছে কি?

    ReplyDelete
    Replies
    1. আপনি যদি আমাদের সদস্য হয়ে থাকেন, তবে অবশ্যই আছে।

      Delete

Share your thoughts