FoRB এবং সম্প্রীতি প্রসারের লক্ষ্যে আয়োজিত স্যাপ (Social Action Project) আইডিয়া প্রতিযোগিতা

FoRB এবং সম্প্রীতি প্রসারের লক্ষ্যে আয়োজিত স্যাপ (Social Action Project) আইডিয়া প্রতিযোগিতায় মোট ৬টি স্যাপ বিজয়ী হয়েছে। বিজয়ী স্যাপগুলোকে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি নিজেদের অনন্য চিন্তাধারা প্রয়োগের মাধ্যমে তারা ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা রক্ষা পূর্বক সমাজে সম্প্রীতি প্রসারে যথাযথ ভূমিকা রাখবে।

উক্ত স্যাপগুলোর কো-অর্ডিনেটরদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিজ নিজ অঞ্চলের ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের আঞ্চলিক সমন্বয়কারীর মাধ্যমে THP রিজিয়নাল কো-অর্ডিনেটর - এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।




Post a Comment

0 Comments