ইয়ুথ এন্ডিং হাঙ্গারের তরুণ স্বেচ্ছাব্রতীরা বিগত দুই যুগে সারা দেশে অসংখ্য ইতিবাচক অর্জনের দৃষ্টান্ত স্থাপন করেছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশগড়ার লক্ষ্যে তারা পরিচালনা করেছে অসংখ্য সামাজিক উদ্যোগ। করোনা মহামারীতে জনসচেতনতা সৃষ্টি, সংক্রমণ প্রতিরোধে সহায়তা, মাস্ক-সাবান-স্যানিটাইজার বিতরণ, রোগিদের চিকিৎসায় সহায়তা, মৃতদেহ দাফন, খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণের বিপুল কর্মযজ্ঞ পরিচালনা করেছে ইয়ুথ লিডাররা।
তরুণদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা প্রদান, মেধা ও সৃজনশীলতা বৃদ্ধিতে দেশব্যাপী বিতর্ক উৎসব, বছরব্যাপী বই পড়া ও পর্যালোচনা লেখার প্রতিযোগিতা, সংবিধান নিয়ে মাসব্যাপী পাঠচক্র, প্রচারাভিযান ইত্যাদি কর্মসূচি পরিচালিত হয়েছে করোনার সময়ে। বিগত নছরগুলোতে গণিত, পরিবেশ, মুক্তিযুদ্ধ ও নির্বাচন বিষয়ে অলিম্পিয়াড আয়োজন, বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধে প্রচারাভিযান পরিচালনা, সুশাসন ও স্থানীয় সরকার বিষয়ক কার্যক্রমসহ সামাজিক সমস্যার সমাধান ও উন্নয়নের লক্ষ্যে নানাবিধ কর্মসূচি পরিচালনা করেছে সংগঠনের তরুণরা। নিজেদের বিকাশের পাশাপাশি স্বেচ্ছাসেবার মাধ্যমে সামাজিক উন্নয়নে স্থানীয় পর্যায়ে অসংখ্য দৃষ্টান্ত সৃষ্টি করেছে এই সংগঠনের ইয়ুথ লিডাররা।
অনুপ্রেরণামূলক ও শিক্ষণীয় কার্যক্রম পরিচালনার স্বীকৃতি হিসেবে ইয়ুথ এন্ডিং হাঙ্গারের অনেক সদস্য আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত হয়েছে। নেতৃত্ব বিকাশে বৈশি^ক জ্ঞান ও দক্ষতা অর্জনের লক্ষ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছে অনেকে।
বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা
দেশব্যাপী বিস্তৃত একটি কার্যকর স্বেচ্ছাব্রতী সংগঠন হিসেবে ইয়ুথ এন্ডিং হাঙ্গার, দি হাঙ্গার প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের সাথে যুক্ত হয়ে কাজ করেছে। অনেক সংগঠন দি হাঙ্গার প্রজেক্টের এই তরুণ স্বেচ্ছাব্রতী সংগঠনের কাজে অনুপ্রাণিত হয়ে তাদের সহযোগিতা করেছে।