পরিবেশ রক্ষায় তরুণদের অগ্রণী ভূমিকা "বৃক্ষরোপণ কর্মসূচি"

পরিবেশ রক্ষায় তরুণদের অগ্রণী ভূমিকার অংশ হিসেবে ইয়ুথ এন্ডিং হাঙ্গার রংপুর জেলার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল একটি পরিবেশবান্ধব "বৃক্ষরোপণ কর্মসূচি"। উক্ত কর্মসূচি রংপুর জেলার "ইয়ুথ এন্ডিং হাঙ্গার সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রংপুর ইউনিট" ও "ইয়ুথ এন্ডিং হাঙ্গার রংপুর সরকারি কলেজ ইউনিট" ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। যেখানে কলেজের ক্যাম্পসের বিভিন্ন প্রান্তে নানান প্রকার ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ রংপুরের- অধ্যক্ষ প্রফেসর মোঃ আমজাদ হোসেন, উপাধ্যক্ষ জনাব মোঃ জাহাঙ্গীর হাসান এবং রংপুর সরকারি কলেজের- অধ্যক্ষ প্রফেসর শামীমা আখতার, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. শাহাদত হোসেন মন্ডল ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার রংপুর জেলার জেলা সমন্বয়কারী ইসতিয়াক হোসেন, যুগ্ম সমন্বয়কারী মো. রাকিবুল হাসান রাকিব, কর্মশালা সম্পাদক মাহমুদ শুভ, ইউনিট সমন্বয়কারীগন ও সক্রিয় সদস্যবৃন্দ।









Post a Comment

0 Comments