"Workshop On Responsive Use Of Social Media"
সময়: ১৭ই ডিসেম্বর, ২০২৩ | সকাল ১০ টা
স্থান: ইয়ুথ লার্নিং সেন্টার, জলঢাকা উপজেলা, নীলফামারী
জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওয়ার্কশপ শুরু করা হয় এবং পরবর্তীতে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ ও FoRB সম্পর্কে ইয়ুথদের মাঝে ধারণা প্রদান করেন।
সামাজিক মাধ্যমের দায়িত্বশীল ব্যবহার করা, গুজব/অসত্য তথ্য কিভাবে যাচাই করা যায় এবং মিডিয়া লিটারেসি কী, কেন প্রয়োজন, সামাজিক মাধ্যমে নিজেকে কিভাবে নিরাপদ রাখতে পারেন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এই ওয়ার্কশপে।
0 Comments
Share your thoughts