লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার "উত্তর বাংলা কলেজ" এ প্রত্যাশা, প্রতিশ্রুতি ও কার্যক্রম কর্মশালা আয়োজন

আজ ১৩ ডিসেম্বর, ২০২৩- বুধবার লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার "উত্তর বাংলা কলেজ" এ প্রত্যাশা, প্রতিশ্রুতি ও কার্যক্রম কর্মশালায় আয়োজন করা হয় এবং কর্মশালা শেষে ইয়ুথ এন্ডিং হাঙ্গার-লালমনিরহাট উত্তর বাংলা কলেজে ইউনিট গঠন করা হয় ও এর পাশাপাশি আগামী এক বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে।


এই কর্মশালা পরিচালনাসহ ইউনিট গঠন ও কমিটি নির্বাচনে সার্বিক ভূমিকা রাখেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর আঞ্চলিক সমন্বয়কারী ও জাতীয় ফোরাম সদস্য আরমান আরাফাত অনিক। আরও উপস্থিত ছিলেন ফারুক হোসাইন, প্রাক্তনী, উত্তর বাংলা কলেজ (সাবেক জেলা সমন্বয়কারী),লালমনিরহাটের জেলা সমন্বয়ক এনামুল হক এনাম, রাহী রহমান, সামাজিক সম্প্রীতি ইউনিট, সমন্বয়কারী।
উক্ত অংশগ্রহণকারীদের মাঝে কর্মশালা পরিচালনার মধ্য দিয়ে সামাজিক দায়বদ্ধতাবোধ জাগ্রত করা হয়।
আমাদের ব্লগ লিংক: https://rangpuryeh.blogspot.com/
আমাদের আঞ্চলিক পেইজ ও গ্রুপ লিংক: https://m.facebook.com/yehrangpur/ https://m.facebook.com/groups/yehrangpur/
আমাদের ন্যাশনাল পেইজ ও গ্রুপ লিংক: https://www.facebook.com/YEHBD/ https://www.facebook.com/groups/YEH.THP/









Post a Comment

0 Comments