ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ ০৩ দিন ব্যাপী তরুণদের স্কিল ডেভেলপমেন্টের জন্য ট্রেনিং - এর আয়োজন করতে যাচ্ছে "ইয়ুথ লিডারশীপ ট্রেইনিং - ২০২২"
শিক্ষার্থীর দক্ষতা, সক্ষমতা ও নেতৃত্বের বিকাশে প্রশিক্ষণ দেওয়া হবে এর মাধ্যমে। ০৩ দিনের প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা কমিউনিটির উন্নয়নে এসডিজি-১৬ সংশ্লিষ্ট সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সুযোগ পাবেন।
আবেদনের যোগ্যতা:
- অনার্স ১ম, ২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীদের অগ্রাধীকার দেয়া হবে।
- প্রার্থীর সেচ্ছাসেবীতার মনোভাব এবং সামাজিক দায়বদ্ধতা সম্বন্ধে সচেতন থাকতে হবে।
- আগামী এক বছর সকল ট্রেনিং, ডায়লগ, ইয়ুথ সিম্পোজিয়াম, পলিসি মেকারদের সঙ্গে বৈঠক,থট শেয়ারিং ইত্যাদি প্রোগ্রামগুলোতে সেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করতে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।
তারিখ: ২৪ ডিসেম্বর – ২৬ ডিসেম্বর (৩ দিন)
সময়: সকাল ৯.৩০ টা - বিকাল ৪.৩০ টা
স্থান: রংপুর জেলা, ভেন্যু পরবর্তীতে জানানো হবে।
অংশগ্রহণের সুযোগ পাবে মাত্র ২৬ জন।
আবেদন লিংকঃ https://forms.gle/6te4rCRuz3NYugBu7
আবেদনের শেষ সময়ঃ আগামী ২২ ডিসেম্বর, ২০২২ | রাত ১২.০০ টা
0 Comments
Share your thoughts