মোঃ তারিফ উল ইসলাম তানিন (Mtui Tanin) এর যাত্রাটা শুরু হয় ২৭ অক্টোবর, ২০১৭ তে।
যা হয়ত কখনও থেমে থাকার নয় বা হারিয়ে যাবার নয়, শুধু দায়িত্বের রদবদল মাত্র।
২২ ডিসেম্বর, ২০২২ ন্যাশনাল মিটিং এ সম্মাননা স্মারক গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করা হয় নবিনদের।
এই দীর্ঘ সময়ে অসংখ্য তরুণদের উজ্জীবিত করেছেন এই মানুষটি। সেই সাথে অসংখ্য ভালো কাজ ও সামাজিক উদ্যোগ গ্রহণ করেছেন, যা আমাদের Youth Ending Hunger Bangladesh কে করেছে সমাদ্রিত।




0 Comments
Share your thoughts