সদস্য সংগ্রহ বিজ্ঞপ্তি -
ইয়ুথ এন্ডিং হাঙ্গার রংপুর জেলা আয়োজন করতে যাচ্ছে প্রত্যাশা, প্রতিশ্রুতি শীর্ষক কর্মশালা-Vision, Commitment Action Workshop (VCAW)। কর্মশালা অনলাইন মাধ্যমেই অনুষ্ঠিত হবে। এবং এই কর্মশালার মাধ্যমে আপনারা যুক্ত হতে পারবেন বাংলাদেশের অন্যতম সফল যুব সংগঠন ইয়ূথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর একজন ইয়ুথ লিডার হিসেবে।
সম্পূর্ণ ফ্রী এই কর্মশালাতে অংশগ্রহণের মাধ্যমে আপনি যে সকল বিষয় জানতে পারবেন।
• ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের পরিচিতি ও কার্যক্রম
• সামাজিক সংগঠনের গুরুত্ব
• কেন আপনি সামাজিক সংগঠন করবেন?
• ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশে আপনি কেন যুক্ত হবেন?
কর্মশালার শর্তাবলী:
• অংশগ্রহণকারীকে অবশ্যই কারমাইকেল কলেজ রংপুর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, রংপুর সরকারি কলেজ ও সরকারি বেগম রোকেয়া কলেজের অধ্যায়নরত শিক্ষার্থী হতে হবে। (অনার্স ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীরা আগ্রাধিকার পাবে)
• সমাজ সেবামূলক কর্মসূচিতে আগ্রহী যে কেউ আবেদন করতে পারবেন।
কর্মশালায় অংশগ্রহণ করে যা পাবেন -
* অনলাইন সার্টিফিকেট ।
*ইয়ুথ এন্ডিং হাঙ্গারের সাথে যুক্ত হয়ে আঞ্চলিক ও জাতীয় বিভিন্ন কর্মসূচি তে অংশগ্রহণ ও অবদান রাখার সুযোগ।
* ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ ও দি হাঙ্গার প্রজেক্টের পরিচালিত বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ, সেই সাথে বিট্রিশ কাউন্সিলের পরিচালিত একটিভ সিটিজেন প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ।
*নেতৃত্ব বিকাশের সুযোগ ।
রংপুর শহরের ৪টি শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্টিত ৪টি কর্মশালা পর্যায় ক্রমে ২২ডিসেম্বর থেকে শুরু হবে।
প্রত্যেক কর্মশালায় ৩০জন করে অংশগ্রহণকারী সুযোগ পাবে।
কর্মশালার ব্যপ্তী ২ঘন্টা ৩০মিনিট।
প্লাটফর্ম - গুগল মিট
আগ্রহীরা নিচের ডক ফর্ম পুরণ করে আবেদন করতে পারবে।
প্রাথমিক ভাবে নির্বাচিতদের সাথে যোগাযোগ করে কর্মশালার সময় ও পরবর্তী করণীয় জানানো হবে।
আবেদনের শেষ সময় ২০ ডিসেম্বর, ২০২০
আবেদন লিংক -
প্রয়োজনে যোগাযোগ -
মোঃতারিফ-উল ইসলাম তানিন
জেলা সমন্বয়কারী, ইয়ুথ এন্ডিং হাঙ্গার রংপুর
ফোন -০১৭৪৩৮১০০৩৭
মেইল - yehrangpur@gmail.com
0 Comments
Share your thoughts