সংবিধান সমাচারের ১ম পর্বে অনুষ্ঠিত হয়েছে

গত(৩ই অক্টম্বর ২০২০ইং) ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর পেজ থেকে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

বিজয়ের মাসের অঙ্গীকার, তারণ্যের হাতে সংবিধান" এই শ্লোগানকে সামনে রেখে সমাচার অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে। 

ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের জাতীয় সমন্বয়কারী মিশাল বিন সলিম এর সঞ্চালনায় সংবিধান সমাচার শুরু হয়। 

উক্ত সংবিধান সমাচারে আলোচক ছিলেন, সুজনের সম্পাদক ও দি হাঙ্গার প্রজেক্ট এর কান্ট্রি ডিরেক্টর ড.বদিউল আলম মজুমদার।তিনি আলোচনা করেন, সংবিধান,  সুশাসন ও তরুণদের ভূমিকা। 

সংবিধান সমাচার এর সমন্বকারী ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার জাতীয় ফোরাম সদস্য রাকিবুল ইসলাম রকি সমপানী বক্তের মাধ্যমে ১ম পর্বের সমাপনী ঘোষনা করা হয়।



Post a Comment

0 Comments