ইয়ুথ এন্ডিং হাঙ্গার কারমাইকেল কলেজে নাগরিকত্ব বিষয়ক কর্মশালা এবং কারমাইকেল কলেজ ইউনিট পুনর্গঠন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির জাতীয় যুগ্ম সমন্বয়কারী ও রংপুর আঞ্চলিক সমন্বয়কারী রাহী রহমান, রংপুর আঞ্চলিক যুগ্ম সমন্বয়কারী নুসরাত নওশীন বুশরা, রংপুর জেলা ফোরামের যুগ্ম সমন্বয়কারী মোঃ রাকিবুল হাসান রাকিব, কারমাইকেল কলেজের সাবেক ইয়ুথ আদনান বাবু সাগর, সাবেক সমন্বয়কারী স্বর্ণালী আফরোজ স্বর্ণা এবং কারমাইকেল কলেজ ইউনিট এর অন্যান্য সদস্যবৃন্দ।
এই ফোরামটি তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সমাজ বিনির্মানের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে।
আগামী ১ বছরের জন্য নব-নির্বাচিত কারমাইকেল কলেজ ইউনিটের দ্বায়িত্ব প্রাপ্তরা হলেন,
সমন্বয়কারীঃ মোঃ মেফতাহুল ইসলাম (লাবিব)
যুগ্ম সমন্বয়কারী(ছেলে): মোঃ সাজ্জাদুল হক শিহাব
যুগ্ম সমন্বয়কারী(মেয়ে): মোছাঃ আফরিন জাহান (আঁখি)
সাংগঠনিক ও দপ্তর সম্পাদকঃ মোঃ রায়হান মিলন
কোষাধ্যক্ষঃ হানুন বিনতে হুমায়ুন
কর্মশালা সম্পাদক: মোঃ বিশাল হৃদয়
প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ মোছাঃ ফারজানা শ্রাবণী
শিক্ষা গবেষণা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক: আশিকুর রহমান আরাফাত
বিশেষ দিবস পালন সম্পাদক: শ্রাবন্তী রায়







0 Comments
Share your thoughts