আয়োজিত হচ্ছে "তারুণ্যের বিতর্ক উৎসব ২০২৫"

তারুণ্যের বিতর্ক উৎসব ২০২৫


উন্মোচন করা হচ্ছে ইয়ুথ এন্ডিং হাঙ্গার রংপুর অঞ্চল কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা। এবারই ইয়ুথ এন্ডিং হাঙ্গার রংপুর অঞ্চল কর্তৃক আয়োজনে আঞ্চলিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিতর্ক প্রতিযোগিতায় রংপুরে বিভাগে অবস্থিত যে কেউ টিম গঠন করে বা কোন বিতর্ক পরিষদ নিজেদের টিম এর মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে
ফরম্যাট: বাংলা এশিয়ান পার্লামেন্টারি
রেজিস্ট্রেশন ফি: ১০০/- টাকা (টিম প্রতি)

  • একই সংগঠন বা টিম থেকে একাধিক দল অংশ নিতে পারবে।
  • ৩ জন বিতার্কিকের সমন্বয়ে একটি দল গঠিত হবে এবং অবশ্যই ৩জন বিতার্কিক কে একই শিক্ষা প্রতিষ্ঠানের হতে হবে।
  • উক্ত বিতর্ক প্রতিযোগিতায় শুধুমাত্র অনার্স প্রথম বর্ষ, ২য়,৩য়,ও চতুর্থ বর্ষে অধ্যায়নত যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
রেজিষ্ট্রেশন এর শেষ সময়: ২৬ ডিসেম্বর ২০২৪
যেকোন প্রয়োজনে যোগাযোগঃ
হাসান আলী
আহ্বায়ক
01962-056602
নাজমুস সাকিব
সহ-আহ্বায়ক
01905442168
মোঃ মিফতাউল ইসলাম লাবিব
সহ-আহ্বায়ক
01884669472

Post a Comment

0 Comments