নাগরিক অলিম্পিয়াড-২০২৩
আগামী ১৭ই অক্টোবর, রোজ মঙ্গলবার ইয়ুথ এন্ডিং হাঙ্গার এবং দি হাঙ্গার প্রজেক্ট এর প্রজেক্ট এর আয়োজনে রংপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে "নাগরিক অলিম্পিয়াড-২০২৩"।
আপনি উক্ত অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে চাইলে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ইয়ুথ এন্ডিং হাঙ্গার ইউনিটের সাথে যোগাযোগ করুন। আমাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে আগামী রবিবার এবং সোমবার আমাদের রেজিষ্ট্রেশন বুথ বসবে যেখানে আপনারা স্ব-শরীরে রেজিস্ট্রেশন করতে পারবেন।
এছাড়াও আপনারা যদি উক্ত দিনে রেজিস্ট্রেশন করতে সক্ষম না হয়ে থাকেন, তাহলে আপনারা অনলাইনে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে পারেন।
গুগল ফর্ম লিংক- https://forms.gle/5DgQdAXC5gSyq33h9
এক্ষেত্রে আপনাদের অবশ্যই অলিম্পিয়াড এর দিন সকাল ৮:৩০ মিনিটে আমাদের ভেন্যুতে স্ব-শরীরে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন বুথে রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে এডমিট কার্ড গ্রহন করতে হবে । অন্যথায় অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবেন না।
> অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট প্রদান করা হবে।
> প্রথম ১০ জন বিজয়ীর জন্য থাকছে আকর্ষনীয় পুরস্কার।
> প্রথম ৩জন বিজয়ীর জন্য থাকছে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ।
রেজিস্ট্রেশন ফিঃ ১০ টাকা মাত্র
অলিম্পিয়াডের তারিখ: ১৭ অক্টোবর, ২০২৩। রোজ মঙ্গলবার
সময়: সকাল ৮.৪৫ মিনিট
ভেন্যু: লায়ন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়াম, রংপুর
যে কোনো প্রয়োজনে আমাদের পেজে নক করতে পারেন। অথবা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বরত টিম সদস্যের সাথে যোগাযোগ করতে পারেন।
টিচার্স ট্রেনিং কলেজ টিম:
শুভ-০১৭৯১৮৮৬৫০৯
মনির-০১৫৮১০২৯৯৯৩
কারমাইকেল কলেজ টিম:
শুভ-০১৮৪৬৫২০২৯০
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় টিম:
হাসান-০১৯৬২০৫৬৬০২
রংপুর সরকারি কলেজ টিম:
আরমান-০১৫৮০৪৮৮৫৬৫
অন্যান্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশগ্রহন করতে চাইলে/সার্বিক প্রয়োজনে যোগাযোগ করুন।
রাহী রহমান
মোবাইল নাম্বার-০১৮২২৮৩৪৫৩৯
কনভেনর
নাগরিক অলিম্পিয়াড -২০২৩ (রংপুর)
#civicolympiad2023
#yehb
#rangpur
#THP


0 Comments
Share your thoughts