ইয়ুথ এন্ডিং হাঙ্গার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংগাঠনিক জেলা, রংপুর এর আয়োজনে "ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস” ইভেন্ট

 ইয়ুথ এন্ডিং হাঙ্গার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংগাঠনিক জেলা, রংপুর বিগত বছর গুলোতে বিভিন্ন ইভেন্ট আয়োজন করেছে এবং সেটি সফলভাবে সম্পন্ন করেছে । তারই ধারাবাহিকতায় আগামী ২৯ সেপ্টেম্বর, ২০২৩ ইং তারিখে "ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস” নামক একটি ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে।

"ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস”

ইভেন্টের তথ্য:
📢 আপনাদের ইভেন্টটি অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর, ২০২৩ ইং তারিখ শুক্রবার (সকাল ৯:৩০-১২:০০ মিনিট) পর্যন্ত।
📢 আগামী ২৪ সেপ্টেম্বর এর মধ্যে আপনারা ২ জনের গ্রুপ পোস্টার রেডি করবেন (পোস্টারে পরিবেশের সুরক্ষা ও সচেতন) বিষয় কিছু স্লোগান লিখবেন। কোনো রকম কাটুন আকা যাবে না।
📢 আপনাদের লিখিত পোস্টার পেপার গুলো ২৪ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পোস্টার পেপার লাগাবেন (যেখান থেকে মানুষের খুব সহজেই চোখে পড়ে) এবং উক্ত তারিখের মধ্যে আলাদাভাবে ছবি তোলার মাধ্যমে সোশাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন। পোষ্টে হ্যাসটেগ ব্যবহার করতে হবে
📢 ২৯ তারিখ রাত ১২টা পর্যন্ত পোস্ট রিচ নেওয়া হবে । তারিখ শেষ হওয়ার পর আর কোন রেসপন্স নেওয়া হবে না।
📢 সর্বোচ্চ রিচ ব্যক্তিকে ১ম,২য়,৩য় ঘোষণা করবো এবং তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে।
📣📣 উক্ত ইভেন্টে ১৪ ব্যাচের সবার অংশগ্রহণ আশা করছি।
যদি কারোর কোনো রকম বুঝতে অসুবিধা হয় ইনবক্সে নক করবেন ।
ইভেন্টের উদ্দেশ্য:
পরিষ্কার-পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলা এবং পরিবেশ সুরক্ষায় সচেতনা বৃদ্ধি করা।
ধন্যবাদ

Post a Comment

0 Comments