ভ্যেনু : উপজেলা পরিষদ হলরুম, জলঢাকা, নীলফামারী
তারিখ : ২৯/০৮/২০২৩

ইয়ুথ এন্ডিং হাঙ্গার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে ও ফ্রিডম অফ রিলিজিওন অর বিলিফ লিডারশিপ নেটওয়ার্কের সহযোগিতায় নীলফামারী জেলার জলঢাকা উপজেলাতে বীর মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ আব্দুল গাফফার স্যার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী- ৩ আসনের মাননীয় সাংসদ অবঃ মেজর মোহাম্মদ রানা সোহেল।
এছাড়াও সামাজিক সম্প্রীতি সংলাপে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্রিডম অফ রিলিজিওন অর বিলিফ লিডারশিপ নেটওয়ার্কের কান্ট্রি ডিরেক্টর ড.শাহনাজ করীম, লায়ন্স ক্লাব অফ রংপুর এর প্রেসিডেন্ট লায়ন এম. আজহারুল ইসলাম দুলাল, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাঙ্ক বরণ রায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ময়নুল ইসলাম।
সামাজিক সম্প্রীতি সংলাপে বক্তারা বলেন, সামাজিক সম্প্রীতি সমাজের মধ্যে ব্যক্তি ও গোষ্ঠীর মধ্যে শান্তিপূর্ণ ও সম্মানজনক সহাবস্থান এবং মানুষের মধ্যকার বৈচিত্র্যময়তাকে স্বীকৃতি দেয়। নিরাপত্তা ও মর্যাদার সাথে ভিন্ন ভিন্ন পরিচয়ের মানুষের মিলে-মিশে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে। সমাজের বিকাশমান ধারাকে অব্যাহত রাখতে সম্প্রীতির কোনো বিকল্প নেই।
মাননীয় এমপি মহোদয় তরুণ প্রজন্মকে দেশের প্রতি সজাগ থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন, সামাজিক সম্প্রীতি নিশ্চিত করতে সকলকে সামাজিক অবক্ষয় সম্পর্কে সজাগ হতে হবে এবং সকলের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।
0 Comments
Share your thoughts