ইয়ুথ এন্ডিং হাঙ্গার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত হয়ে গেল "বৃক্ষরোপণ কর্মসূচি"

ইয়ুথ এন্ডিং হাঙ্গার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত হয়ে গেল "বৃক্ষরোপণ কর্মসূচি"।উক্ত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় নানান প্রকারের গাছ লাগানো হয়। এ কার্যক্রমের মূল লক্ষ্য ছিল - গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা। পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করার লক্ষ্য এই কার্যক্রম চলমান রাখায় প্রতিশ্রুতি বন্ধ ইয়ুথরা।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক (ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা দপ্তর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এবং উপদেষ্টা, ইয়ুথ এন্ডিং হাঙ্গার,বেরোবি সাংগঠনিক জেলা)।

উপস্থিত ছিলেন বেরোবি সাংগঠনিক জেলার জেলা সমন্বয়কারী হাসান আলী, যুগ্ন সমন্বয়কারী নাজমুস সাকিব & আল হুমাইরা জান্নাতি ঐশী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শয়ন চন্দ্র সেন,প্রচার সম্পাদক আশিকুর রহমান,বিজনেস ইউনিট এর ইয়ুথ লিডার রাশেদুল ইসলাম,ইউনুচ রাতুল, সাইন্স ইউনিট থেকে রাতুল হাসান, আর্টস ইউনিট থেকে জান্নাতুল ফেরদৌস কেয়া,মাসুদ রানা সহ অন্যান্য ইয়ুথলিডারগণ।

















Post a Comment

0 Comments