"অর্ধশতে প্রজন্ম ৭১" মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড

"অর্ধশতে প্রজন্ম ৭১" মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড


কর্মসূচী -
√ প্রতিদিন কুইজ প্রতিযোগিতা
√ মুক্তিযুদ্ধের ওপর অলিম্পিয়াড
📢📢 অলিম্পিয়াডে অংশগ্রহণের প্রক্রিয়া:-
ধাপ ১ঃ ফ্রি গুগল ফর্ম ফিলআপ করুন।
ধাপ ২ঃ ফর্ম ফিলআপ এর পর উল্লেখিত হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যান অথবা ইমেইলের মাধ্যমে দেয়া হোয়াটসঅ্যাপ লিংকে যুক্ত হয়ে যান।
অলিম্পিয়াড সংক্রান্ত পরবর্তী সকল নির্দেশনা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়া হবে।
রেজিস্ট্রেশনের শেষ সময়: ১৫ ডিসেম্বর, ২০২২ । রাত ১২.০০ মিনিট
অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে: ১৬ ডিসেম্বর, ২০২২ । রাত ৯.৩০ মিনিট
📌 উক্ত অলিম্পিয়াডে ১০জন বিজয়ীর জন্য রয়েছে বিশেষ পুরষ্কার ও সার্টিফিকেট।
📢 এর পাশাপাশি আমাদের পেইজে ১১-১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রতিদিন কুইজ প্রতিযোগিতা।
📌 কুইজে অংশগ্রহণ এর সময়ঃ সন্ধ্যা ৭.০০ মিনিট - রাত ১২.০০ মিনিট
📌 প্রতিদিন কুইজে ৩ জন বিজয়ীকে "The Team Freelancer BD" এর পক্ষ থেকে দেয়া হবে বিজয়ের ৫১ বছরে ৫১ টাকা মোবাইল রিচার্জ।
যে কোন প্রয়োজনে আমাদের পেইজে নক করুন-
পেইজ লিংক:-https://www.facebook.com/yehrangpur
আমাদের গ্রুপ লিংক:-https://www.facebook.com/groups/yehrangpur
ইমেইলঃ yehrangpur@gmail.com
[ শুধু চাকরির পিছনে আর নয়, আত্নকর্মসংস্থানে নিজে যুক্ত করুন বেকারত্ব দূরীভূত করুন।
বর্তমান সময়ের আইসিটি জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করে উপার্জনের পথকে সহজ করতে আপনার পাশে আছে "The Team Freelancer Bd"।
যে কোন জিজ্ঞাসা বা জানতে যোগাযোগ করুন -
Arjun Das
Team leader
01812380989 ]

Post a Comment

0 Comments