তারিখঃ ২৮ সেপ্টেম্বর, ২০২২
স্থানঃ রংপুর সরকারি কলেজ, রংপুর
ইয়ুথ এন্ডিং হাঙ্গার রংপুর সরকারি কলেজ ইউনিটে সম্পন্ন হয়েছে 'প্রত্যাশা, প্রতিশ্রুতি ও কার্যক্রম বিষয়ক কর্মশালা' (VCAW) এর আয়োজন।
কলেজের বিভিন্ন বিভাগ থেকে মোট ৩০ জন তরুণ-তরুণী উক্ত কর্মশালায় অংশগ্রহণ করে।
ফেসিলিটেটর হিসেবে ছিলেনঃ আরমান আরাফাত অনিক, Naeem Ferdous, AB Masud।
কর্মশালায় অন্যান্যদের মাঝে উপস্তিত ছিলেনঃ Sazzad Haider Swadhin (যুগ্ন সাধারণ সম্পাদক, সুজন - জেলা কমিটি), Mtui Tanin (আঞ্চলিক সমন্বয়কারী ও জাতীয় ফোরাম সদস্য)।
নবীনদের নিয়ে নব উদ্যমে এই জয়যাত্রা দীর্ঘকালীন হোক, বহুদূরে এগিয়ে যাক।
0 Comments
Share your thoughts