বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত "সামাজিক সম্প্রতি" বিষয়ক কর্মশালা

 দীর্ঘ সময় পরে আমাদের সকল কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। তারই পরিপ্রেক্ষিতে আজ ২৩ জানুয়ারি ২০২২ ইং তারিখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় "সামাজিক সম্প্রতি" বিষয়ক একটি কর্মশালা, যার প্রতিপাদ্য বিষয় সংঘাত নয়,ঐক্যের বাংলাদেশ গড়ি।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার রংপুর অঞ্চলের যুগ্ম সমন্বয়কারী ও জেলা সমন্বয়কারী Mtui Tanin। এছাড়াও উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইউনিট জয়েন্ট কো-অর্ডিনেটর Arman Arafat Anik, ইয়ুথলিডার AB Masud, MH Borhan
উক্ত কর্মশালায় আলোচকরা সামাজিক সম্প্রীতির নানাবিধ দিক নিয়ে আলোচনা করেন এবং ইউনিটের সক্রিয় ইয়ুথ লিডারদের অংশগ্রহণে কর্মশালাটি আরো প্রাণবন্ত হয়ে উঠে।

Post a Comment

0 Comments