দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ৩০ বছর পূর্তিকে সামনে রেখে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের লোগো আহবান।
• এই আয়োজনের থিম নির্ধারণ করা হয়েছে 'তারুণ্য ও পরিবেশ'। এর আলোকে দেশের আগ্রহী সকল ইয়ুথ লিডার্সদের নিম্নোক্ত ই-মেইলে লোগো পাঠাতে বলা হচ্ছে।
- লোগোটি Ai/Eps, jpeg ও png ফরম্যাটে পাঠাতে হবে।
আগামী ২৫/১১/২০২১ তারিখের মধ্যে নিম্নের ইমেল ঠিকানায় নিজের নাম, ঠিকানা ও ফোন নম্বর সহ পাঠাতে হবে।
নির্বাচিত সেরা লোগোটি হাঙ্গার প্রজেক্টের ৩০ বছর পুর্তি অনুষ্ঠানের ব্যানারে ব্যবহার করা হবে এবং নির্বাচিত লোগো বিজয়ীকে পুরস্কৃত করা হবে।
এ ক্ষেত্রে বিবেচ্য বিষয়ঃ
** অন্য কোন প্রতিষ্ঠানের লোগোকে কপি করে লোগো ডিজাইন না করার জন্য দৃঢ় ভাবে বলা হচ্ছে।
** নিজের পছন্দ অনুযায়ী কালার ব্যবহারের স্বাধীনতা রয়েছে।
পাঠানোর ঠিকানায়: 30yearscelebration.yehb@gmail.com
0 Comments
Share your thoughts