ওরা ১১ জন

২০২২ সালের ২২ শে ডিসেম্বর থেকে নতুন করে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের ১১ জনের ন্যাশনাল ফোরাম। সারাদেশের লক্ষাধিক স্বপ্নবাজ তরুণদের ক্ষমতায়িত করা, সমাজ পরিবর্তনের রুপকার হিসেবে দায়িত্ব পালন করা, নেতৃত্ব দেওয়া এবং নতুন নেতৃত্ব সৃষ্টি করাতে দীর্ঘ দুই বছরেরও বেশি সময় কাজ করে গিয়েছে এই ফোরাম। অসাধারণ এবং ঐতিহাসিক কিছু অর্জন এর মাধ্যমে সৃষ্টি করেছে তারুণ্যের জোয়ার।

এই ফোরামের প্রতিটি সদস্য অঙ্গীকারবদ্ধ হয়েছিলো, তরুণদের আত্মশক্তিতে বলীয়ান এবং নেতৃত্ব বিকাশের লক্ষ্যে নিবেদিতভাবে কাজ করে যাবে। সেই লক্ষ্য পূরণে প্রত্যেকে নিজের সর্বোচ্চ সময়,প্রচেষ্টা, শ্রম, বুদ্ধি ও আনুগত্য দিয়ে কাজ করেছে।

অষ্টাদশ জাতীয় যুব সম্মেলনে পুনরায় নির্বাচনের মধ্য দিয়ে নতুন ফোরাম গঠিত হয়েছে এবং তারুণ্যের ঐতিহাসিক মিলনমেলা সৃষ্টির মাধ্যমে "ওরা ১১ জন" এর দায়িত্ব আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে। তবে নিজেদের এই প্রাণের সংগঠনের প্রতি সকলের সম্মান এবং সহায়তা সর্বদা থাকবে।

নতুন ফোরামের প্রত্যেককে জানাই অভিনন্দন। নতুন উদ্যমে উজ্জীবিত হোক ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ।
"তারুণ্যের প্রত্যয়ে মুছে যাবে ভেদ,
গড়বো সুশাসন ও সম্প্রীতির বাংলাদেশ"
Signing off
National Forum- 2022
Youth Ending Hunger Bangladesh



Post a Comment

0 Comments