লালমনিরহাট জেলা ফোরামের প্রতিনিধি সভা ও নির্বাচন অনুষ্ঠিত

 “প্রত্যয়, তারুণ্য ও সমৃদ্ধ বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে ধারণ করে আজ ২৫ ডিসেম্বর সকালে লালমনিরহাট সাধারণ পাঠাগার সভাকক্ষে ইয়ুথ এন্ডিং হাঙ্গারের জেলা ফোরামের প্রতিনিধি সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক- সুজন লালমনিহাট জেলা কমিটির সভাপতি গেরিলা লিডার এস, এম শফিকুল ইসলাম কানু, বক্তব্য রাখেন সুজন জেলা কমিটির প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম লিটন, সভাপতিত্ব করেন জেলা সমন্বয়কারী এনামুল হক এলাম ও মুখ্য আলোচক ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর রংপুর অঞ্চলের সমন্বয়কারী আরমান আরাফাত অনিক। বক্তব্য রাখেন শহিদ ইসলাম সুজন, জামাল হোসেন, তাহ্হিয়াতুল হাবিব মৃদুল, লাবিবা আক্তার রিয়া প্রমূখ।
পরে শহীদ ইসলাম সুজনকে সমন্বয়কারী, উম্মে কুলসুম ও জাহাঙ্গীরকে যুগ্ম সমন্বয়কারী নির্বাচিত করে সদস্য বিশিষ্ট ইযুথ এন্ডিং হাঙ্গার-এর লালমনিহাট জেলা ফোরাম গঠিত হয়।
কমিটির অন্যান্য অন্যান্য সদস্যরা হচ্ছে, কোষাধাক্ষ গঙ্গা রানী রায়, দপ্তর সম্পাদক আক্তার রিয়া, কর্মশালা সম্পাদক নাজমুস সাকিব রাসেল, পাঠচক্র সম্পাদক জিনিয়া জাফরিন জবা, ফলোআপ সম্পাদক মারুফিরা মুক্তা, প্রচার ও পাঠাগার সম্পাদক রবিউল ইসলাম রাসেল, প্রতিযোগিতা সম্পাদক পিযুষ রায়, জলবায়ু বিষয়ক সম্পাদক পূর্ণতা দাস মুক্তা, সাংস্কৃতিক সম্পাদক শিব শংকর বর্মন, সাংগঠনিক সম্পাদক তাসমিয়া সিদ্দিকা, কার্যকরি সদস্য তাহহিয়াতুল হাবিব মৃদুল, মেহেদি হাসান মিলু, আবিদা খাতুন, পলাশ দাস, সোমাইয়া আক্তার, সানজিদা আক্তার সায়লা।
সভায় ইযুথ এন্ডিং হাঙ্গার জেলা ফোরামের চার সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলি ঘোষণা করা হয়। প্রধান উপদেষ্টা সুজন জেলা কমিটির সভাপতি গেরিলা লিড়ার এস এম শফিকুল ইসলাম কানু। অনান্য উপদেষ্টারা হচ্ছেন অধ্যক্ষ আমিরুল হায়াত আহমেদ মকুল, তৌহিদুল ইসলাম লিটন, এনামুল হক এনাম।










Post a Comment

0 Comments