দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর ৩০ বছর এবং প্রতিষ্ঠানটির ইয়ূথ সংগঠন ইয়ূথ এন্ডিং হাঙ্গার-এর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আজ ১১ ডিসেম্বর ২০২১, শনিবার, সকাল ১০টায় একটি পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনলাইনে অনুষ্ঠিত এই পুনর্মিলনীতে সারাদেশ থেকে সহস্রাধিক ইয়ুথ লিডার অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক, সমাজ সংস্কারক জনাব আব্দুল্লাহ আবু সায়ীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাই কমিশনার জনাব রবার্ট ডিকশন, প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হোসেন, দি হাঙ্গার প্রজেক্ট-এর গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট, কান্ট্রি ডিরেক্টর ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বৃটিশ কাউন্সিলের ইনক্লুসিভ কমিউনিটি এন্ড আর্টস-এর পরিচালক জনাব শাহনাজ করিম। মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব নুরুল হুদা সাকিব স্যার।।
ঢাকা বিভাগের ইয়ূথ লিডার তিথী চক্রবর্তীর কন্ঠে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে ছয় জন ইয়ূথ লিডার ছয়টি বিষয়ে ইয়ূথ এন্ডিং হাঙ্গারের কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। বিষয়গুলো হচ্ছে: গণতন্ত্র ও সামজিক ন্যায়বিচার, ধর্মনিরপেক্ষতা বনাম সাম্প্রদায়িকতা, তারুণ্য ও বহুত্ববাদ, জলবায়ু পরিবর্তন, করোনা সহিষ্ণু গ্রাম এবং শিক্ষা ও আত্মউন্নয়ন।
আয়োজনটি কেউ দেখতে চাইলে লাইভ লিংক-
https://fb.watch/9QAfUrvB4D
0 Comments
Share your thoughts