দীর্ঘ সময় পরে Youth Ending Hunger Rangpur এর অনলাইনে আঞ্চলিক প্রতিনিধি সভার আয়োজন করা হয়।
সভায় রংপুর অঞ্চলের যুগ্ম সমন্বয়কারী ও জেলা সমন্বয়কারী Mtui Tanin, সকল ইউনিটের সমন্বয়কারী, যুগ্ম সমন্বয়কারী ও একটিভ ইয়ুথরা উপস্থিত ছিলেন। সেই সাথে আমাদের সাথে যুক্ত ছিলেন ইয়ুথ মোবিলাইজেশন ইউনিট থেকে Amzad Hossain ভাই।
সভায় রংপুর অঞ্চলের সকল ইউনিটকে করোনার দীর্ঘ সময়ের পর আবার পূর্বের ন্যায় সক্রিয় করে তোলার লক্ষ্যে এবং সকল ইউনিটকে পুনঃগঠনের লক্ষ্যে সকল প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে সামনের দিকে ইউনিটগুলোর মাঝে পূর্বের তারুণ্যভাব ফিরিয়ে দিতে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়।
0 Comments
Share your thoughts