বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইউনিট এর ফলোয়াপ মিটিং

 দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার পর সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে।


তাই অনেক সময় পরে Youth Ending Hunger-Begum Rokeya University, Rangpur  ইউনিট এর কার্যক্রমকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে এবং আরোও গতিশীল করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া প্রঙ্গনে মিটিং আয়োজন করা হয়েছিল।

মিটিং এ উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের যুগ্ম সমন্বয়কারী ইভান চৌধুরী, ইউনিট সমন্বয়কারী আরিফুল ইসলাম, যুগ্ম-সমন্বয়কারী আরমান আরাফাত অনিক এবং আমাদের একটিভ ইয়ুথরা।


মিটিং এ সামনে ইউনিটের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে গৃহিত সিদ্ধান্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলঃ নিয়মিত মাসিক ফলোয়াপ মিটিং, মাসিক নিয়মিত পাঠচক্রের আয়োজন।






Post a Comment

0 Comments