২০ জুন ২০২০ থেকে শুরু হয়েছে #কোয়ারেন্টাইন_ডায়েরি এর দ্বিতীয় পর্ব


যা চলছে সারা দেশ‌ ব্যাপি।
নতুন চমকের সাথে সাথে নিয়মেও হয়েছে কিছু সহজ পরিবর্তন।
দ্বিতীয় পর্বে আমরা সকলের কাছ থেকে অনেক সারা পেয়েছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের আহ্বানে সাড়া দেবার জন্য।
সকলের কাছেই #কোয়ারেন্টাইন_ডায়েরি অনেক জনপ্রিয়তা পেয়েছে। এখন এতো এতো পোস্ট আসে যে আমরা মাঝে মাঝে হিম শিম খেয়ে যাই পোস্ট‌ করতে।
কিন্তু আমাদের কাজ থেমে নেই।কারণ আপনাদের এক একটি পোস্ট আমাদের কাছে আসলে পোস্ট নয় আমাদের জন্য তা আপনাদের ভালবাসা, মেধা, শ্রম, মূল্যবান সময় এর ব্যবহার।
তাই আমরা ৫ জুলাই এর পরিবর্তে ১২ জুলাই পর্যন্ত প্রতিযোগিতার সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছি।
কারণ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার ফলে যদি একজনও এ করোনা কালীন দীর্ঘ সময়ে বাসায় থেকে থেকে যে দুশ্চিন্তা, মানসিক চাপ, অবসাদ, হতাশার শিকার হচ্ছেন তা থেকে কিছুটা সময়ের জন্য হলেও বেরিয়ে আসতে পারেন তবেই আমাদের সার্থকতা।
সুতরাং প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ সময় ১২ জুলাই রাত ১২ টা পর্যন্ত।
তবে আর দেরি কেন!
যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন আমাদের সাথে(পেইজে) এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার এবং সার্টিফিকেট।
প্রতিযোগিতার মূল আকর্ষণ হলো অংশগ্রহণ করলেই পাবেন #ইযুথ_এন্ডিং_হাঙ্গার_সরকারি_টিচার্স_ট্রেনিং_কলেজ_রংপুর_ইউনিট এর পক্ষ থেকে একটি সার্টিফিকেট।
তাই আজই রেজিষ্ট্রেশন করুন এবং প্রতিভা বিকাশের এই মহা যজ্ঞে সামিল হয়ে যান সবার আগে।
শুভ কামনা সকলের জন্য।
প্রতিযোগিতার নিয়মাবলী সমূহ নিম্মে দেওয়া হলো,,,,,
দয়া করে মনোযোগ সহকারে পড়বেন।
ধন্যবাদ



Post a Comment

0 Comments